30.1 C
Dhaka
Wednesday, July 30, 2025

উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে ঢাকা ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ করা হলেও, এখানকার মানুষ এখনও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে উন্নয়ন হলেও নিজ এলাকার মানুষ সেই উন্নয়ন থেকে উপকৃত হতে না পারে। উন্নয়ন শুধু ঢাকায় নয়, দেশের প্রতিটি জেলায় সুষমভাবে বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের পক্ষে, ইনসাফের পক্ষে লড়াই করেছে। তারা প্রয়োজনে জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। অথচ এখানকার গ্যাস দিয়ে ঢাকাসহ অন্যান্য অঞ্চলের চাহিদা পূরণ হলেও এখানকার মানুষ নিজেদের সম্পদ থেকেই বঞ্চিত।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জানি, ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাই আজ এই এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। আওয়ামী লীগের রক্তচক্ষু ও প্রতিশোধের শিকার এই ব্রাহ্মণবাড়িয়া। এখান থেকেই বারবার আন্দোলনের সূচনা হয়েছে। আর তাই শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতের উন্নয়ন থেকে এলাকাটিকে বঞ্চিত রাখা হয়েছে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন:

  • এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন
  • সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা
  • উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
  • দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
  • সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা
  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন
  • যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির
  • মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী
  • সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ
    এছাড়াও আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ