26.8 C
Dhaka
Thursday, July 31, 2025

ভারি বৃষ্টি নিয়ে ৪ বিভাগে ৭২ ঘণ্টার সতর্কবার্তা

advertisment
- Advertisement -spot_img

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চারটি বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে অস্থায়ী জলাবদ্ধতাপাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়েছে, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ