27.8 C
Dhaka
Wednesday, July 30, 2025

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

advertisment
- Advertisement -spot_img

চব্বিশে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

সাক্ষাতে আবরার ফাহাদের পরিবার চব্বিশে জুলাই গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সন্ত্রাসী হামলায় নিহতদের তালিকা প্রণয়ন করে প্রতিটি ঘটনার তদন্তের আহ্বান জানান।

এসময় মোহাম্মদ বরকত উল্লাহ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, “দেশের স্বার্থে কথা বলার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সে অসম পানি বণ্টনের বিরুদ্ধে সরব হয়েছিলো।”

তিনি আরও বলেন, “তার মা আজও সন্তান হারানোর শোক বহন করছেন। আমরা চাই আর কোনো মায়ের বুক খালি না হোক।”

এসময় কুষ্টিয়ার গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিও জানান তিনি। উল্লেখ করেন, সেতু না থাকায় অন্তত ৩০ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে।

আবরার ফাইয়াজ বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থীবান্ধব নয়। পর্যাপ্ত ল্যাব, সরঞ্জাম ও অন্যান্য সুবিধার অভাব রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা, তারা এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।”

তিনি বুয়েটে র‍্যাগিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং অতীতের নিপীড়নের ঘটনাগুলোরও তদন্ত ও বিচার দাবি করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করেছিল। এর বিচার হবেই। সেই সঙ্গে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের হামলায় নিহতদের তালিকা তৈরি করে তদন্ত করা হবে। তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে সংঘটিত হত্যাকাণ্ডগুলোরও তদন্ত চলছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ