নেত্রকোণা, ২৭ জুলাই:
“অস্ত্র যদি ব্যবহার করতে না পারেন, তবে সেগুলো সঙ্গে আনলেন কেন?”—এভাবেই বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষায়, বাবরের এক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সার্বভৌম হুমকির মুখে পড়েছিল।
রোববার নেত্রকোণায় ‘জুলাই পদযাত্রা’র জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাটওয়ারী বলেন,
“আমি বাবর ভাইকে সম্মান করি। তিনি একজন নির্যাতিত নেতা। কিন্তু তার সেই পদক্ষেপের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। বরং হাসিনার মতো একজন খুনী ক্ষমতায় এসেছে।”
তিনি আরও বলেন,
“গত ১৫ বছরে বিএনপির নেতা-কর্মীরা যে দমন-পীড়নের শিকার হয়েছে, তার ঐতিহাসিক দায় বাবরের কাঁধে থেকে যাবে।”
একই মঞ্চে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,
“স্বাধীনতা-পরবর্তী সময়ে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমে সেই সরকারের পতন ঘটিয়েছিল।”
নাহিদ ইসলাম আরও বলেন,
“আমরা নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। এর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।” তিনি সংযুক্ত করেন,
“এনসিপি মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং একটি কল্যাণরাষ্ট্র নির্মাণে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”