20 C
Dhaka
Friday, January 16, 2026

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

advertisment
- Advertisement -spot_img

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়—সংবিধানে এতে কোনও বাধা নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায় একটি মাইলফলক হবে। জনগণ যেভাবে চাইবেন, সেভাবেই আইন হবে। জনগণই দেশ চালাবেন।’

রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে কুঠারাঘাত করেছে। এর ফলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সমাজব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এমনকি মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ করে দেওয়া হয়েছে।’

এর আগে, বুধবার (৫ নভেম্বর) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। জানান, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। তবে এর একদিন পরই পদে থেকেই নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন মো. আসাদুজ্জামান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ