17 C
Dhaka
Saturday, January 17, 2026

মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি

advertisment
- Advertisement -spot_img

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের সংশয় ও উদ্বেগ দূর করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়। হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময়ই ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো আগেও অনেক হয়েছে।’ (হেসে)

তিনি আরও বলেন, ‘ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব—সাবেক পররাষ্ট্রমন্ত্রী—কিবরিয়া সাহেব কি খুন হন নাই? নির্বাচনের সময় এ ধরনের ঘটনা বাংলাদেশে হয়। এগুলো নতুন কিছু নয়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক উন্নতির কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আপনারা ৫ আগস্ট ২০২৪-এর সঙ্গে তুলনা করুন। এখন রাত্রে ঘুমাতে পারেন। চার–পাঁচ দিন বা এক সপ্তাহ যখন থানাগুলো কার্যত অচল ছিল, পুলিশ স্টেশন কাজ করছিল না—তখন যে অবস্থা ছিল, এখন তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছি, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তাঘাটে চলতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। আমরা গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

সিইসি আরও জানান, ‘ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এখন থেকে নির্বাচন পর্যন্ত যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠভাবে নির্বাচন করা যায়, সে বিষয়ে তারা প্রস্তুতির কথা আমাদের জানিয়েছে। আপনারা হয়তো মিডিয়াতেও তা দেখেছেন।’

শেষে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকুন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে—একটি সুষ্ঠ, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন—আমরা দেখতে পাব। জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ