20 C
Dhaka
Thursday, January 15, 2026

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন তাসনিম জারা

advertisment
- Advertisement -spot_img

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বাতিল হওয়া তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে ফিরে পেয়েছেন তিনি।

আজ শনিবার নির্বাচন কমিশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়ে ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,
“আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ