26.6 C
Dhaka
Thursday, July 31, 2025

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সক্রিয়তা চায় বাংলাদেশ

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের আরও সক্রিয় সহযোগিতা কামনা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বর্তমান রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে চীনের বাংলাদেশকে সহযোগিতা করা অত্যন্ত জরুরি।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করতে চায়। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হচ্ছে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন, আর এতে চীনের আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে চীনের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখার গুরুত্ব অপরিসীম। এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগানোর সময় এখনই। আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমাদের দারিদ্র্য দূর করার সুযোগ এনে দিয়েছে।

এদিকে, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ক অতীতের মতোই সুদৃঢ় থাকবে। বাংলাদেশের বিভিন্ন সংকটে চীন সবসময় পাশে ছিল এবং থাকবে। করোনাভাইরাস মহামারি এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময়ও চীনা কোম্পানির কর্মকর্তারা বাংলাদেশ ছাড়েননি।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দ্রুত আইনশৃঙ্খলাসহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ