31.8 C
Dhaka
Thursday, July 31, 2025

মালয়েশিয়া বলে ইনানী সৈকতে নামিয়ে দিলো দালাল, ২৬ রোহিঙ্গা আটক

advertisment
- Advertisement -spot_img

গভীর সমুদ্রে ১০ দিনের ট্রলারযাত্রা শেষে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে নামিয়ে দিয়ে পালিয়ে গেছে একটি মানবপাচার চক্র। সোমবার (১৪ অক্টোবর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জালিয়াপালংয়ের ইনানী সৈকত থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, মানবপাচারকারীরা সাগরপথে সহজে মালয়েশিয়া পৌঁছানোর লোভ দেখিয়ে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে উঠিয়েছিল। আটক রোহিঙ্গাদের সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের মতে, ভোর ৪টার দিকে সৈকতের বেলাভূমি পেরিয়ে শতাধিক রোহিঙ্গাকে স্থানীয় এলাকায় আসতে দেখে তারা অবাক হন। কোস্টগার্ডের স্টেশনে খবর দেওয়া হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ না পাওয়ায় প্রায় ৭০ জন রোহিঙ্গা পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে এবং কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়।

আটকদের মধ্যে উখিয়ার ১৭নং ক্যাম্পের বাসিন্দা লায়লা বেগম জানিয়েছেন, মালয়েশিয়া যেতে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা শুরু করেন। মিয়ানমার জলসীমা অতিক্রম করার সময় নৌবাহিনী তাদের বাধা দেয় এবং মাঝি বোট ঘুরিয়ে দেয়। ১০ দিনের যাত্রা শেষে আজ ভোরে ইনানী সৈকতে নামিয়ে দিয়ে দালালরা পালিয়ে যায়।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, স্থানীয়দের সহায়তায় ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তাদের কোস্টগার্ডের কাছে রাখা হয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, আটকদের সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের যথাযথ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ