21 C
Dhaka
Saturday, January 17, 2026

ফের ২ দিনের রিমান্ডে শাহরিয়ার কবির

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় রফিকুল ইসলাম নামে একজন নিহত হওয়ার ঘটনায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম, শাহরিয়ার কবিরের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ