রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তিনি পাননি। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপের সময় তিনি এই তথ্য জানান। যখন শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবে তার কাছে কোনো লিখিত প্রমাণ নেই।
রাষ্ট্রপতি আরও বলেন, তিনি নিজেও শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজছেন, কিন্তু হয়তো শেখ হাসিনা সময় পাননি তা পাঠানোর। আলাপচারিতাটি রবিবার ‘জনতার চোখ’ পত্রিকায় প্রকাশিত হয়।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পেয়ে বঙ্গভবনে শেখ হাসিনার আগমনের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরেই জানানো হয়, তিনি আসছেন না।
সেখানে চারদিকে অস্থিরতার খবর থাকলেও, শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না। রাষ্ট্রপতি জানান, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবরও তার কাছে আসেনি। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি।
কিছু সময় পর মন্ত্রিপরিষদ সচিব পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে বঙ্গভবনে আসেন, কিন্তু রাষ্ট্রপতি তখনও তা খুঁজে পাননি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আর বিতর্কের প্রয়োজন নেই, কারণ শেখ হাসিনা ইতোমধ্যেই দেশ ছেড়েছেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামতও নেওয়া হয়েছিল, যেখানে বলা হয়, সংবিধানের শূন্যতা দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং প্রেসিডেন্টকে এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া যেতে পারে।
উল্লেখ্য, ৫ আগস্ট একটি গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদ তখন শূন্য হয়ে যায়, যদি তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।


