21 C
Dhaka
Saturday, January 17, 2026

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ জন শিক্ষার্থী আটক

advertisment
- Advertisement -spot_img

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ তাদের দুটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে তাদের আটক করা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। তারা বিভিন্ন স্লোগান দেয়, যেমন “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই,” “উই ওয়ান্ট জাস্টিস,” এবং “আপস নয়, সংগ্রাম করতে হবে।”

সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করেন। কিন্তু তারা সরে না গেলে, তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করা হয় এবং কিছু শিক্ষার্থীকে লাঠিপেটা করা হয়।

ঘটনাস্থলে দেখা গেছে, পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অনেকেই সচিবালয়ের ভেতরে আটকা পড়ে। আটক শিক্ষার্থীদের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়।

সচিবালয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মোট ৫৩ জনকে আটক করা হয়েছে এবং তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ