21 C
Dhaka
Saturday, January 17, 2026

জাতি গঠনের এই সুযোগ হারালে দেশ অনেক পিছিয়ে পড়বে – ড. ইউনুস

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের সামনে যে জাতি গঠনের সুযোগ এসেছে, তা হারালে দেশ অনেক পিছিয়ে যাবে। এজন্য দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠনের অনুষ্ঠানে এ কথা বলেন অধ্যাপক ইউনূস। দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানের মাধ্যমে নৌ ও বিমান বাহিনীর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ড. ইউনূস আশা প্রকাশ করেন, জাতির উন্নতির এই যাত্রায় নৌ ও বিমান বাহিনী পূর্বের মতো দক্ষতার সঙ্গে দেশের মানুষের পাশে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, অতীতের মতো জনগণ যেন ভবিষ্যতেও সহযোগিতা পায়, সেজন্য পর্ষদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি, যাতে দক্ষ নেতৃত্বে দেশ আরও এগিয়ে যায়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ