21 C
Dhaka
Saturday, January 17, 2026

আইন মন্ত্রণালয়ে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব

advertisment
- Advertisement -spot_img

বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, পদোন্নতি, ছুটি এবং অন্যান্য বিষয়ে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা প্রয়োজন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ বিষয়ে একটি প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সুপ্রীম কোর্ট প্রশাসনের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ২১ সেপ্টেম্বর সুপ্রীম কোর্টের ইনার গার্ডেনে অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রীম কোর্টের বিচারপতিরা, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি-জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রীম কোর্ট বারের সভাপতি ও সেক্রেটারি।

অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। তিনি জানান, শিগগিরই পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়া হবে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে সুপ্রীম কোর্টের মামলার সংখ্যা ও প্রশাসনিক কার্যক্রম বেড়ে যাওয়ায় অধস্তন আদালতের বিচারকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এই পৃথক সচিবালয়ের মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা বজায় রেখে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ