16 C
Dhaka
Saturday, January 17, 2026

সৌদিকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে অর্থনৈতিক ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে এলে অধ্যাপক ইউনূস এই আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এমন একটি সময়ে রয়েছি, যখন সৌদি আরব আমাদের সমর্থন দিতে পারে।’ প্রধান উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘অনন্য’ ও ‘বিশেষ’ বলে উল্লেখ করেন।

অধ্যাপক ইউনূস সৌদি আরবকে কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখতে উৎসাহিত করে বলেন, এতে দেশের তারল্য ব্যবস্থার উন্নতি হবে এবং অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় অঙ্গীকার হবে। এ ছাড়াও তিনি সহজ শর্তে সৌদি আরবের কাছ থেকে জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ এবং বাংলাদেশের তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ালে সৌদি আরবে আরও দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হবে।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, ‘প্রবাসীদের দক্ষতা বাড়ালে তারা আরও ভালো বেতনে কাজ করতে পারবে এবং বাংলাদেশে বেশি রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবে।’

বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত এবং তারা প্রতিবছর বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠাচ্ছেন। রাষ্ট্রদূত জানান, সৌদি আরব প্রতিদিন গড়ে ৫ হাজার ভিসা প্রদান করে যা বাংলাদেশি অভিবাসী এবং হজযাত্রীদের জন্য বরাদ্দ।

২০২৩ সালে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি সৌদি আরবে ওমরাহ পালন করেছেন, যা এর আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

রাষ্ট্রদূত আরও জানান, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে আকওয়া পাওয়ারের মতো প্রকল্পে বিনিয়োগে সৌদি আরব আগ্রহী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহযোগিতা চান।

সৌদি জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রদূত বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। এছাড়া তিনি প্রধান উপদেষ্টাকে একটি আল-কোরআন ও সৌদি জাতীয় পাখি বাজপাখির রেপ্লিকা উপহার দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ