27 C
Dhaka
Saturday, January 17, 2026

গণতান্ত্রিক ব্যবস্থায় ফ্যাসিবাদের কোনো জায়গা নেই- ড. ইউনূস

advertisment
- Advertisement -spot_img

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগকে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো স্থান দেওয়া উচিত নয়।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আওয়ামী লীগে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য রয়েছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ড. ইউনূস জানান, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অপকর্ম করেছেন, যা মানবাধিকার সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার তুলে ধরেছে।

গত আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জোরালো হয়েছে। দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ড. ইউনূস মনে করেন, আওয়ামী লীগ ভেঙে যেতে পারে, তবে তার অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রায় ঘোষণার পর ভারতে থাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করা হবে বলে ড. ইউনূস জানান। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হবে।

ড. ইউনূস আরও বলেন, তাঁর কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই। তাঁর সরকারের প্রধান লক্ষ্য দেশের পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ