21 C
Dhaka
Saturday, January 17, 2026

৭০০ শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন

advertisment
- Advertisement -spot_img

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজধানীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জন শিক্ষার্থীকে এই কাজের জন্য নিয়োগ করা হবে।

৩০ অক্টোবর, বুধবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসিফ বলেন, আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা পার্টটাইম ভিত্তিতে, প্রতিদিন ৪ ঘণ্টা করে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবেন। পড়াশোনা শেষে, তাদের আগ্রহ ও সুযোগ থাকলে স্থায়ী চাকরির বিষয়ে বিবেচনা করা হবে।

আসিফ বলেন, যানজটের প্রকোপ বেশি যেসব এলাকায়, সেখানেই শিক্ষার্থীরা সকাল ও বিকেলে দায়িত্ব পালন করতে পারবেন। এর ফলে কিছুটা হলেও যানজটের সমস্যা কমবে।

তিনি আরও বলেন, ফুল টাইম নিয়োগ দিলে সরকারের খরচ বেড়ে যাবে, কিন্তু পার্টটাইম নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদেরও আয় করার সুযোগ হবে। বিশ্বজুড়ে উন্নত অনেক দেশে শিক্ষার্থীদের সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা আমাদের দেশেও বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ