15 C
Dhaka
Saturday, January 17, 2026

প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন সাফজয়ী মেয়েরা

advertisment
- Advertisement -spot_img

আজ শনিবার সকালে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ অন্যান্য খেলোয়াড়রা তাদের পরিবারের জন্য ঢাকায় আবাসন সুবিধার দাবি জানান। এছাড়া, বেশ কিছু খেলোয়াড় তাদের এলাকার অবকাঠামোগত সমস্যা এবং খেলা সংক্রান্ত কিছু চাহিদার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

বাফুফে ভবনে ফিরে মিডিয়ার সামনে সাবিনা জানান, ঢাকায় তাদের পরিবারের জন্য স্থায়ী বাসস্থানের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, “আমাদের পরিবারের সদস্যরা ঢাকায় এলে থাকার জায়গার সমস্যায় পড়তে হয়। তাই আমরা একটি আবাসন ব্যবস্থার অনুরোধ জানিয়েছি।”

সাক্ষাতে ফুটবলাররা তাদের নিজ নিজ জেলার বাসস্থান ও পরিবেশগত চ্যালেঞ্জের কথাও জানান। তাদের মধ্যে অনেকের বাড়ির রাস্তাঘাট খারাপ, বিদ্যুতের অভাব, এমনকি কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থাও দুর্বল। যেমন মনিকার বাড়ির পথে যাতায়াতে সমস্যা ও বিদ্যুৎ সমস্যা রয়েছে। সাবিনা জানান, মারিয়া, কৃষ্ণা, মনিকাসহ বেশ কয়েকজন খেলোয়াড় তাদের ব্যক্তিগত সমস্যার কথাও উল্লেখ করেছেন।

এছাড়াও, নারী ফুটবলাররা খেলাধুলার জন্য উপযুক্ত ভেন্যুর অভাব ও অনুশীলনের ক্ষেত্রে সমস্যার কথা বলেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও সংস্কারের আওতায়, পাশাপাশি বাফুফে ভবনের টার্ফ এবং কমলাপুর স্টেডিয়ামের টার্ফ ব্যবহারের অযোগ্য অবস্থায় রয়েছে। ফলে তাদেরকে খুব ভোরে বসুন্ধরা যেতে হয়। প্রধান উপদেষ্টা তাদের এই সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং লিখিত আকারে দিতে বলেছেন, যাতে সমাধানের আশ্বাস দেওয়া যেতে পারে।

নারী ফুটবলারদের অন্যতম সমস্যা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সুযোগের অভাব, যা আর্থিক সঙ্কটের কারণে বাফুফে আয়োজন করতে পারে না। তারা এই সমস্যার সমাধানে সরকারের সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং জানান, তারা নতুন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ নারী ফুটবল দল এর আগেও প্রধানমন্ত্রী ও সরকারের কাছ থেকে সম্মাননা পেয়েছে। তবে এবার সংবর্ধনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ