27 C
Dhaka
Saturday, January 17, 2026

আপত্তিকর মন্তব্য করায় সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

advertisment
- Advertisement -spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। তিনি সম্প্রতি একটি টকশোতে মন্তব্য করেন যে, “মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে বিপ্লব অর্জন করা এত সহজ হতো না।”

রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসিব আল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

হাসিবকে তিন কার্যদিবসের মধ্যে তার মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিকে, হাসিব আল ইসলাম সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন। ২৬ অক্টোবর অনুষ্ঠানটির ভিডিও ডিবিসির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। টকশোর মূল বিষয় ছিল ‘জাতীয় ঐক্যে কতটা চ্যালেঞ্জ’, যেখানে হাসিবের পাশাপাশি বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ