ডাচ্-বাংলা ব্যাংক এবার প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে। এই ১১তম আসরে পাওয়ার্ড বাই এবং কো-স্পন্সর হিসেবে থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের দুটি জনপ্রিয় সেবা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট এবং ই-ওয়ালেট অ্যাপ নেক্সাসপে।
আজ বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিপিএল ২০২৫-এর লোগো উন্মোচন করা হয়। এবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। আরও ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন এবং ইমপ্রেস-মাত্রার প্রতিনিধি, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত। দেশের প্রথম টেস্ট ম্যাচ আয়োজন ও বেশ কিছু হোম সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে তারা কাজ করেছে। এবারই প্রথমবারের মতো তারা বিপিএল-এর স্পন্সর হিসেবে যুক্ত হলো।
উল্লেখ্য, ২০১২ সালে শুরু হওয়া বিপিএল-এর এই জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১১তম আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর ২০২৪, চলবে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মাঠে হবে খেলাগুলো, যেখানে অংশ নেবে ৭টি দল। দর্শকরা সরাসরি খেলা দেখতে পারবেন টিস্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ এবং RabbitholeBd অ্যাপে।


