রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। আজ সোমবার দুপুরে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মাহফুজ আলম গতকাল রবিবার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নিলেও এখনও কোনো দপ্তরের দায়িত্ব পাননি। ফেসবুকে পোস্টে তিনি বলেন, “৭১-পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে ৫ আগস্টের পরও বঙ্গভবনে তার ছবি ছিল।”
তিনি আরও উল্লেখ করেন, “মানুষের মধ্যে ‘জুলাই স্পিরিট’ যতদিন থাকবে, ততদিন শেখ মুজিবুর রহমানকে আর কোথাও দেখা যাবে না।” মাহফুজ আলম আরও লেখেন, “শেখ মুজিব ও তার কন্যার শাসনামলে ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিপুল অর্থ পাচার, এবং বহু ভিন্নমতাবলম্বী ও বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাসহ যে ঘটনাগুলো ঘটেছে তা আওয়ামী লীগের স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। তাহলেই কেবল আমরা ৭১-এর আগের শেখ মুজিব সম্পর্কে আলোচনা করতে পারব।”

একই সময়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেও একই ছবি পোস্ট করে লিখেছেন, “রিমুভড।”
গতকাল দরবার হলে নতুন তিন উপদেষ্টা শপথ নেন, যেখানে তাদের পেছনে বঙ্গবন্ধুর ছবি ছিল। অনেকে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান। এর আগেও প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি দেখা গিয়েছিল, যা দেখে বঙ্গবীর কাদের সিদ্দিকী রাষ্ট্রপতিকে প্রশংসা করেছিলেন।
এ প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ মন্তব্য করেন, “জনগণ অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ চায়। তাহলে বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি কেন থাকবে?”


