28.7 C
Dhaka
Wednesday, July 23, 2025

সরকার বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে কাজ করছে- শিল্প উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ছয়টি বন্ধ চিনিকলে উৎপাদন পুনরায় চালু করতে সক্রিয়ভাবে কাজ করছে। শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলে সফরকালে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও আখচাষি নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সরকারের পক্ষ থেকে বন্ধ চিনিকলগুলোর পুনরায় চালু করার ব্যাপারে আশ্বাস দেন। তিনি জানান, সরকার ইতোমধ্যে উৎপাদন প্রক্রিয়া দ্রুতগতিতে পুনরায় শুরু করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে।

২০১৯ সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের ছয়টি চিনিকল বন্ধ করে দেয়, যার মধ্যে সেতাবগঞ্জ চিনিকলও রয়েছে। বন্ধ থাকা চিনিকলগুলো হলো কুষ্টিয়া, রংপুরের শ্যামপুর, দিনাজপুরের সেতাবগঞ্জ, পঞ্চগড়, পাবনা ও রংপুর চিনিকল। দীর্ঘ চার বছর পর, প্রথমবারের মতো, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে শিল্প উপদেষ্টা সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করেন।

সফরের সময় তিনি চিনিকলের ভূমি দখলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসারকে দখলকৃত জমি পুনরুদ্ধারের নির্দেশ দেন এবং বলেন, “প্রভাবশালী কিছু ব্যক্তি চিনিকলের জমি দখল করেছে, যা দ্রুত পুনরুদ্ধার করতে হবে।”

আখচাষিদের জন্য সরকারের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তিনি জানান, এ পর্যন্ত আখ সরবরাহের বকেয়া পরিশোধের জন্য ১০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে, এবং শিগগিরই আরও ১২০ কোটি টাকা প্রদান করা হবে।

এছাড়াও, শিল্প উপদেষ্টা সেতাবগঞ্জ চিনিকলে এক সভায় অংশ নেন, যেখানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান দীপিকা ভদ্র, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শ্রমিক ও আখচাষিরা তাদের অসন্তোষ প্রকাশ করে চিনিকলটি পুনরায় চালু করার দাবি জানান।

আগের দিন, শুক্রবার নাটোরে উত্তরবঙ্গ চিনিকলে গিয়ে ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ