26.6 C
Dhaka
Thursday, July 31, 2025

রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাষ্ট্রপতির আহ্বান

advertisment
- Advertisement -spot_img

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সংকট সমাধানে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। হাইকমিশনারের আগমন উপলক্ষে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে

রাষ্ট্রপতি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে তিনি কানাডার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের দেশের সম্ভাবনাময় খাতগুলোতে, বিশেষ করে ভৌত অবকাঠামো ও যোগাযোগ খাতে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য তিনি কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যে সম্পর্ক ক্রমশ উন্নত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন হাইকমিশনারের দায়িত্বকালে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কানাডার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ