22 C
Dhaka
Saturday, January 17, 2026

ইসিকে অনেক ক্ষমতা দেওয়া হলেও প্রয়োগে সমস্যা ছিল -বদিউল আলম

advertisment
- Advertisement -spot_img

নির্বাচন কমিশনকে (ইসি) সংবিধান ও আদালতের মাধ্যমে অনেক ক্ষমতা প্রদান করা হলেও, সেগুলোর সঠিক প্রয়োগে বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো দূর করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

বুধবার (২০ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে ইসির কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

ড. বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও তাদের সুপারিশ শোনার জন্য আমরা মতবিনিময় করেছি। তারা অতীতে নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তাদের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান। বৈঠকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেছি এবং তারা আমাদের সুস্পষ্ট পরামর্শ প্রদান করবেন বলে জানিয়েছেন। এটি একটি ফলপ্রসূ আলোচনা ছিল।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের কার্যকারিতা বৃদ্ধির জন্য আইন-কানুন এবং বিধি-বিধান আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।


বদিউল আলম মজুমদার বলেন, “আমাদের আইন-কানুন এবং বিধি-বিধানের মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা দূর করা জরুরি। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন কমিশনের দেওয়া অগাধ ক্ষমতার সঠিক প্রয়োগ নিশ্চিত করা। সংবিধান ও আদালতের রায়ে বলা হয়েছে, ইসি-র অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় নিয়ম-কানুন সংযোজন করতে পারে। কিন্তু এসব ক্ষমতার প্রয়োগে সমস্যার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে।”

নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন ও কমিশনের কার্যকারিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ