15 C
Dhaka
Saturday, January 17, 2026

ইসি প্রধান হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন

advertisment
- Advertisement -spot_img

সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী তার ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করেছেন। একইসঙ্গে আরও চারজন নির্বাচন কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত চার নির্বাচন কমিশনার হলেন—অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ