15 C
Dhaka
Saturday, January 17, 2026

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে-প্রধান বিচারপতি

advertisment
- Advertisement -spot_img

আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।

প্রধান বিচারপতি উল্লেখ করেন, “বিচারপতি অপসারণ প্রক্রিয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগে সংসদের হাতে ছিল। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।”

নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম শর্ত হলো প্রাতিষ্ঠানিক স্বশাসন। বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে নবীন আইনজীবীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সাম্প্রতিক আদালতের ঘটনাগুলিতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বিচার বিভাগ বার এবং বেঞ্চের সমন্বয়ে আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানের এক পর্যায়ে চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫ আগস্টের ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, চট্টগ্রামের আইনজীবী আলিফেরও এই কর্মশালায় উপস্থিত থাকার কথা ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। কর্মশালায় সারা দেশ থেকে প্রায় ১,৫০০ নবীন আইনজীবী অংশগ্রহণ করেন, যারা সম্প্রতি সুপ্রিম কোর্ট বারের সদস্য হয়েছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ