চাঁদপুর আধুনিক নদীবন্দর পরিদর্শন শেষে ভারত প্রসঙ্গে প্রশ্নের জবাবে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু যদি তারা নিজেদের সমস্যা তৈরি করে ঝগড়ার পরিস্থিতি তৈরি করে, তবে বাংলাদেশিরা সেই দিকে মুখ ফিরিয়ে নেবে না।”
তিনি আরও জানান, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে অথবা করবে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হওয়ার জন্য তিনি ভারতের কিছু পদক্ষেপকে দায়ী করেন।
বাংলাদেশে ধর্মীয় সহনশীলতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী সবাই আমাদের নাগরিক। তাদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু ভারতীয় গণমাধ্যম উত্তেজনা সৃষ্টি করলে সেটি বন্ধ করা উচিত। মনে রাখবেন, বাংলাদেশ ১৮ কোটি মানুষের শক্তিশালী দেশ। কোনো হুমকির মুখে আমরা আপস করব না।”
চাঁদপুর নদীবন্দর প্রকল্প নিয়ে ড. সাখাওয়াত বলেন, “পূর্বে যেসব অনিয়ম হয়েছে, সেগুলো আমার হাতে তুলে আনার সুযোগ নেই। তবে এখন থেকে যেন কোনো চুরি বা দুর্নীতি না হয়, সেটি নিশ্চিত করতে আমরা নজর রাখছি। চাঁদপুরের মানুষকে আহ্বান জানাই, উন্নয়নের কাজে সহযোগিতা করুন। এটি জনগণের জন্য নির্মিত হচ্ছে, সবার দায়িত্ব তা রক্ষা করা।”
মেঘনায় অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে তিনি জানান, ষাটনল এলাকায় বালু উত্তোলনকারীদের পালাতে দেখেছেন এবং তাদের ছবি তুলে রেখেছেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান এবং বিআইডাব্লিউটিএর স্থানীয় কর্মকর্তারা।