17 C
Dhaka
Saturday, January 17, 2026

ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

advertisment
- Advertisement -spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে দেশের ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেন, এবং সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়ার পক্ষে। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু করেছেন এবং বিভিন্ন কমিশনের জমা দেওয়া প্রতিবেদনগুলোর ওপর আলাপ-আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, আজকের বৈঠকটি ছিল প্রাথমিক পরিচিতিমূলক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে; তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ