20 C
Dhaka
Thursday, January 15, 2026

রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে মার্চ ও এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল প্রদান করা হবে। এ কর্মসূচির মাধ্যমে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। এছাড়া, ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে বিনামূল্যে চাল প্রদান করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ সম্পন্ন হবে, যা জমির নামজারি প্রক্রিয়াকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সহজ করবে। এ উদ্যোগের ফলে ভূমি সংক্রান্ত কাগজপত্রের কাজে মানুষের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, আলী ইমাম মজুমদার উল্লেখ করেন যে, দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে, তা প্রশাসনের হাত দিয়ে হয়েছে; আবার খারাপ নির্বাচনও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের মাধ্যমে ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।স

সুত্রা২৪
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ