স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশ জনগণের সেবক, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর অনুসারী নয়। পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। এ আয়োজনে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন ও ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ বাহিনীর দায়িত্ব নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। কোনো দলের আজ্ঞাবহ হয়ে বেআইনি নির্দেশনা পালনের সুযোগ নেই।
তিনি আরও বলেন, এক বছরব্যাপী কঠোর মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তি করে নবীন পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন। তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করেন। এ সময় আইজিপি বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের থানায় জনগণের হয়রানি বন্ধে সতর্ক থাকার নির্দেশনা দেন। পাশাপাশি, সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের সর্বোচ্চ দেওয়ার আহ্বান জানান।
সুত্রা২৪