24.1 C
Dhaka
Wednesday, April 30, 2025

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। চার দিনের এই সফরটি বাংলাদেশের জন্য চীনের সাথে সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে যাচ্ছে।

সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া এবং বিশেষভাবে বাংলাদেশের উৎপাদন খাতের উন্নয়নে চীনের সহায়তা নিয়ে আলোচনা করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবে ২৮ মার্চ, যেখানে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই সফর চীনের কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সফরের অংশ হিসেবে, অধ্যাপক ইউনূস চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া, তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। সফরের একটি বড় লক্ষ্য হলো চীনসহ অন্যান্য দেশের কোম্পানিগুলোর কাছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তুলে ধরা।

এছাড়া, চীন সরকারের সাথে যৌথভাবে বাংলাদেশের উন্নয়ন ও শক্তি খাতে নতুন বিনিয়োগ আহ্বান করাও অন্যতম প্রধান লক্ষ্য।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ