26 C
Dhaka
Wednesday, April 30, 2025

প্রধান উপদেষ্টার চীন সফরকে মাইলফলক হিসেবে দেখছেন চীনা রাষ্ট্রদূত

advertisment
- Advertisement -spot_img

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২৬ মার্চ শুরু হওয়া প্রধান উপদেষ্টার তিনদিনের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি উল্লেখ করেন, এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

ইয়াও ওয়েন আরও বলেন, সফরটি ফলপ্রসু এবং গঠনমূলক হবে বলে তারা আশা করছেন। তিনি জানান, সফরের প্রস্তুতি চলছে এবং দুই দেশের পারস্পরিক লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ