20 C
Dhaka
Thursday, January 15, 2026

সন্দ্বীপে ফেরি সার্ভিস উদ্বোধন: ৫০ বছরের লজ্জা কাটল, শুরু হলো নতুন যুগ

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সন্দ্বীপের মানুষ এতদিন কাদা মাড়িয়ে ডিঙি নৌকায় এবং বোটে করে কেন সমুদ্র পারাপার করতে হবে? ৫০ বছরেও কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি, এটি লজ্জার বিষয়। তবে আজ সন্দ্বীপের সাথে নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো, এই লজ্জা থেকে মুক্ত হলাম।”

সোমবার (২৪ মার্চ) দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশে প্রথম ফেরি ছেড়ে যাওয়ার পর হাজার খানেক মানুষ ফেরিটিকে স্বাগত জানায়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এটি শুধু সন্দ্বীপের জন্যই নয়, পুরো চট্টগ্রামের জন্য একটি আনন্দের দিন। স্বাধীনতার মাসে সন্দ্বীপের অগ্রযাত্রা শুরু হলো এবং আশা করি দেশ সুষম উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে।”

এদিন চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো সাগরপথে চালু হয় ফেরি সার্ভিস। এছাড়া, ঢাকার সাথে সন্দ্বীপের রুটে বিআরটিসি বাস চলাচলও শুরু হয়েছে। নতুন এ যাতায়াত ব্যবস্থায় বাস, ট্রাক, এবং প্রাইভেট গাড়ি সরাসরি সন্দ্বীপে পৌঁছাতে সক্ষম হবে।

এই যাত্রা শুরু হলেও, ফেরি ও বাস সেবার ফি নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ যাত্রীদের জন্য ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা এবং গাড়ির জন্য নির্দিষ্ট ফি আদায় করা হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ