26 C
Dhaka
Wednesday, April 30, 2025

চীনকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিতে চান প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ও অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে চীনের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং চলতি বছরের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, এটি ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ সুগম করেছে।

এ সময় তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের সঙ্গে চীনের জোরালো ভূমিকার আহ্বান জানান।

এছাড়া, অধ্যাপক ইউনূস তার দীর্ঘদিনের চীন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক ব্যবসা ও গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গও উল্লেখ করেন।

এদিকে, প্রধান উপদেষ্টা শুক্রবারই চীনের ব্যবসায়ীদের সঙ্গে একটি ‘বিনিয়োগ সংলাপে’ অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ