নতুন বৈঠকে রপ্তানি সংকট মোকাবিলায় কৌশল নির্ধারণ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে সৃষ্ট রপ্তানি সংকটের প্রেক্ষিতে আজ সন্ধ্যায় আরেক দফা বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৯টায় দ্বিতীয় দফার এই বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রথম বৈঠকের পর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য প্রতিক্রিয়ার খসড়া প্রস্তুত করা হয়েছে। দ্বিতীয় বৈঠকে সেই খসড়ার আলোকে চূড়ান্ত কৌশল নির্ধারণের চেষ্টা হবে।
এ বৈঠকে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক, রপ্তানিকারক প্রতিনিধিদের একটি দল এবং আইন উপদেষ্টা উপস্থিত থাকবেন।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক নীতি দীর্ঘমেয়াদে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও হস্তশিল্প পণ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, বাংলাদেশের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষিতে সরকার একাধিক কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যার মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উদ্যোগ, বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মাধ্যমে আপত্তি জানানো, এবং বিকল্প রপ্তানি বাজার চিহ্নিতকরণ।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা চাই একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে বিষয়টির সমাধান। তবে একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছি।”
উল্লেখ্য, রপ্তানি সংকট নিরসনে আগামী সপ্তাহে জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।
সুত্রা২৪