26 C
Dhaka
Wednesday, April 30, 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পিটার হাস, আলোচনায় এলএনজি খাতের সম্ভাবনা

advertisment
- Advertisement -spot_img

মার্কিন বহুজাতিক এলএনজি কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক বিনিয়োগ, জ্বালানি খাতের অগ্রগতি এবং বাংলাদেশের এলএনজি অবকাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর নেওয়ার পর পিটার হাস অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ, রূপান্তর এবং অবকাঠামো উন্নয়নে কাজ করে।

বাংলাদেশ ছাড়াও আরব আমিরাত, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা ও ফিলিপাইনে তাদের কার্যক্রম রয়েছে। এ বৈঠক এলএনজি খাতে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা উজ্জ্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ