34.8 C
Dhaka
Tuesday, April 29, 2025

নিশ্ছিদ্র নিরাপত্তা নয়, জনগণের আস্থা অর্জন করুক পুলিশ: প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারী সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের মুখে পড়েছে। পুলিশকে আর রাজনৈতিক হাতিয়ার না হয়ে জনগণের আস্থা অর্জনের দিকে মনোযোগী হতে হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এ আয়োজনে মাঠ পর্যায়ের সৎ ও সাহসী পুলিশ সদস্যদের সম্মান জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে দলীয়করণ করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। এর ফলে অনেক দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে সামাজিকভাবে মূল্য দিতে হয়েছে।”

তিনি জানান, ডিসেম্বর ২০২৫ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশকে এমনভাবে কাজ করতে হবে যাতে দেশের সব শ্রেণি-পেশার নারী যেকোনো সহিংসতা কিংবা হয়রানির ঘটনায় নিরাপদে পুলিশের সাহায্য নিতে পারে। হটলাইনের মাধ্যমে ত্বরিত সেবা নিশ্চিত করতে হবে।”

পুলিশ বাহিনীকে মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “পুলিশ যদি জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃগঠনে আন্তরিক হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেমন হবে, তেমনি জনগণের আস্থাও বাড়বে।”

অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য ৬২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা।

আরও কোনো বিশেষ দৃষ্টিকোণ থেকে চাইলে আলাদা ভার্সন তৈরি করে দিতে পারি। আগ্রহ আছে কি?

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ