34.7 C
Dhaka
Friday, May 2, 2025

সুনামগঞ্জে ট্রলারসহ ভারতীয় ৯০টি গরু জব্দ, মূল্য প্রায় ৭০ লাখ টাকা

advertisment
- Advertisement -spot_img

সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী দিয়ে পাচারের সময় ভারতীয় ৯০টি গরু জব্দ করেছে প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

জেলা প্রশাসনের সূত্র জানায়, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর ভোগলাবাজার গরুর হাটে কিছু স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা চলছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে এবং ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতায় অভিযান চালিয়ে ট্রলারসহ গরুগুলো জব্দ করা হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, “আমরা আগেই জানতে পেরেছিলাম একটি বড় চালানে ভারতীয় গরু নদীপথে পাচার করা হবে। অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে, বেশিরভাগ গরু ভারতের মেঘালয় রাজ্যের।”

তিনি আরও জানান, গরুগুলো আপাতত স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় সুনামগঞ্জ অঞ্চলে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ