31.8 C
Dhaka
Thursday, July 31, 2025

সরকারপ্রধান হিসেবে প্রথম নিজ জেলায় যাচ্ছেন ড. ইউনূস, চবির সমাবর্তনে প্রধান অতিথি

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন। আগামীকাল বুধবার (১৪ মে) তার এই সফর অনুষ্ঠিত হবে, যেখানে তিনি দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, চট্টগ্রাম সফরের শুরুতেই ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি নিজের পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শন করবেন।

চট্টগ্রামে পৌঁছানোর পর তিনি বন্দর এলাকা পরিদর্শন করবেন এবং নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। সেখানে বন্দর কর্তৃপক্ষ, জাহাজ চলাচল ও বাণিজ্য খাত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট নতুন সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। সফরের শেষ পর্যায়ে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে বিফ্র করা হবে তাকে।

এছাড়াও, তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র ফাউন্ডেশন কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ