30 C
Dhaka
Thursday, May 22, 2025

ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

advertisment
- Advertisement -spot_img

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা লিখেছেন, ব্যবসায়ীদের সাময়িকভাবে কিছু ক্ষতি হতে পারে, তবে দীর্ঘ মেয়াদে এটি আমাদের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করবে।

সাভারে জাতীয় যুব ইন্সটিটিউটে আয়োজিত যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও একই কথা বলেন তিনি। ভারতীয় বিধিনিষেধের প্রেক্ষিতে ব্যবসায়ীদের ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, “এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।”

অন্য এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলো—যেখানে এখনো অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি—সেসব এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ