17 C
Dhaka
Sunday, January 18, 2026

৫০ মাস বেতন না পাওয়া ৪৯ পলিটেকনিক এর ৭৩৮ শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচী

advertisment
- Advertisement -spot_img

দীর্ঘ ৫০ মাস বেতন ভাতা পাচ্ছেন না ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৩৮ জন শিক্ষক। ২০১২ ও ২০১৪ সালে দুই ধাপে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টে ( STEP) সারাদেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে ১০১৫ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বেতন ভাতা পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত প্রকল্পের ১৭ জন শিক্ষক মানববন্ধন করে।

মানববন্ধন শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত শিক্ষক মাজেদুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

এরপর এক বছর তারা রাজস্ব খাত থেকে বেতন ভাতা উত্তোলন করেন। ২০২০ সালের জুলাই মাস থেকে তাদের বেতন ভাতা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বেতন ভাতা না পেয়ে অনেকেই চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরিতে চলে যান। বর্তমানে সারাদেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে ৭৩৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

মানববন্ধনে বলা হয় স্টেপ প্রকল্পের মাধ্যমে শিক্ষক নিয়োগের আগে ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা এক ভাগ। যা বর্তমানে ২২ ভাগ এবং ভর্তির হার ৩০ ভাগ। এই প্রকল্পের শিক্ষকরা গত পাঁচ বছর ধরে বেতন ভাতা না পেয়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন। ৫০ মাস বেতন বিহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। ৭৩৮ জন শিক্ষকের প্রত্যেকের বয়স ৩৬ থেকে ৪০ এর মধ্যে। তাদের অন্য চাকরিতে যাওয়ারও কোন সুযোগ নাই। ইতিমধ্যে অসুস্থ হয়ে সুচিকিৎসার অভাবে বেশ কয়েকজন শিক্ষক অকালে মৃত্যুবরণ করেছেন। মানববন্ধনে আরো বলা হয় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পরেও রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া এখনও শেষ হয়নি। ফলে ৭৩৮ জন শিক্ষক বৈষম্যের শিকার হচ্ছেন।

এবিষয়ে জানার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজিজ তাহের খানের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ