১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করা কোনো ছাত্রসংগঠন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে?—এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
রবিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় এ প্রশ্ন উত্থাপন করেন তিনি।
শিপন বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বছর পার করতে চলেছে। এই সময়ে এমন কিছু নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে, যেগুলো অতীতের দুঃশাসনের সময়েও দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যা, হলের ভেতরে এক শিক্ষার্থীর হাতে একজন বহিরাগতের নির্মম হত্যাকাণ্ডের মতো ঘটনার সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্ত আজও আমরা দেখিনি।”
প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশাসনের অবস্থান কী?”