ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। সোমবার ছিল মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। এর মধ্যে শুধু আজই বিক্রি হয়েছে ৪৪২টি ফরম। আগামীকাল ফরম জমা দেয়ার শেষ সময়।
ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা গেছে। যাচাই-বাছাই শেষে আগামী ২১ আগস্ট বেলা ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।


