25 C
Dhaka
Friday, January 16, 2026

নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে : আবিদুল

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আবিদুল বলেন, “আমরা দেখেছি অমর একুশে হলে যে ঘটনা ঘটেছে, তার দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া রোকেয়া হলসহ বিভিন্ন হলে কারচুপির অভিযোগ পেয়েছি। সাংবাদিকরা নিজেরা এসব বিষয় যাচাই-বাছাই করলে সত্য বেরিয়ে আসবে।”

তিনি আরও দাবি করেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ