স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, শিবিরকে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অন্য প্রার্থীদের একই সুযোগ দেওয়া হয়নি।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে টিএসসি এলাকায় বিক্ষোভ করে উমামা ফাতেমার প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী। এ সময় তারা স্লোগান দেন— “শিবিরের নির্বাচন মানি না, মানব না।”
এর আগে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন উমামা। সেখানে তিনি লিখেন, “ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেট বিতরণ করা হচ্ছে। এর এক পাশে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অন্য পাশে স্বতন্ত্র পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের তালিকা। শোনা যাচ্ছে, এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচেও রাখা আছে।”


