20 C
Dhaka
Friday, January 16, 2026

ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে: সাদিক কায়েম

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি (সহ-সভাপতি) প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেছেন, নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটার দিকে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি ও তার প্যানেলের প্রার্থীরা। এসময় মূলত ছাত্রদলের বিরুদ্ধেই বেশি অভিযোগ তোলা হয়।

সাদিক কায়েম দাবি করেন, ইউল্যাব কেন্দ্রে আড়াই ঘণ্টা ধরে পোলিং এজেন্ট ও অবজারভারদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। এছাড়া একুশে হল ও টিএসসি কেন্দ্রে ভোট সংশ্লিষ্ট কিছু কারচুপির খবর পাওয়া গেছে। তিনি বলেন, যারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

সাদিক কায়েম আরও বলেন, “ডাকসুতে সুষ্ঠু নির্বাচন শহীদদের আকাঙ্ক্ষা। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিভিন্ন দলের লোকজন ক্যাম্পাসের আশপাশে জড়ো হচ্ছে। ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে।”

তিনি ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের আচরণেরও সমালোচনা করেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সাদিক বলেন, তিনি মূলত অভিযোগ জানাতেই কেন্দ্রে গিয়েছিলেন। তখন রিটার্নিং কর্মকর্তারা বের হয়ে যাচ্ছিলেন, সেটাই ছিল তার উদ্বেগের কারণ। একই সময়ে অন্যান্য দলের প্রার্থীরাও কেন্দ্রে প্রবেশ করেছিলেন বলে দাবি করেন তিনি। এছাড়া নির্দিষ্ট একটি কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধেও সমালোচনা করেন তিনি, অভিযোগ করেন ওই শিক্ষক সুযোগ নিতে চেয়েছিলেন।

এসময় একই প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী ফরহাদ বলেন, “ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য, এখানে জাতীয় রাজনৈতিক দলের মহড়া লজ্জাজনক। সর্বত্র নির্দিষ্ট দলের প্রভাব দেখা যাচ্ছে। তারা ব্যর্থ হয়ে এখন নানা নাটক সাজাচ্ছে।”

ফরহাদ আরও যোগ করেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মেনে নেব। তবে কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন, ভেতরে নির্দিষ্ট দলের পোলিং এজেন্ট থাকার পরও ছাত্রদল প্রার্থীরা জোর করে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছে। এভাবে মব তৈরি শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ