15 C
Dhaka
Friday, January 16, 2026

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় তারা নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, ভোটকেন্দ্রে বাধা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ তোলেন।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা দাবি করেন, নির্বাচনের শুরু থেকেই প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তাদের অভিযোগ, পূরণকৃত ওএমআর ব্যালট ঢুকিয়ে দেওয়া হয়েছে।

ছাত্রদলের প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মেহেদি হাসান বলেন, “ডাকসু নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে। ভোটদান প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়নি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ