15 C
Dhaka
Friday, January 16, 2026

ডাকসুর শিবির প্যানেলের বাইরে ৫ পদে জয়ীদের নাম ঘোষণা

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২৮টি পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৩টিতে বিজয়ী হয়েছে।

তবে শিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা হলেন—

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী
  • সদস্য পদে: হেমা চাকমা ও উম্মু উসওয়াতুন রাফিয়া

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে ছাত্রশিবির প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

এছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কমন রুম-রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, মানবাধিকার ও আইন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদকসহ আরও ২০ পদে বিজয়ী হয়েছেন।

সদস্য পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র চাকমা, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসেন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ডাকসুর ৩৮তম নির্বাচন। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের ২৩৪ পদে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ