24 C
Dhaka
Friday, January 16, 2026

ঢাবিতে ৫টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করবে শিবির

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবির নেতারা এ তথ্য জানান। যেসব স্থানে মেশিন বসানো হবে সেগুলো হলো—টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি, কার্জন হল, মোকাররম ভবন ও এফবিএস।

শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকার পাঁচটি স্থানে এই ভেন্ডিং মেশিন বসাচ্ছি। ডাকসু নির্বাচনের সময়ই এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে আচরণবিধির কারণে তখন বাস্তবায়ন করা যায়নি। এখন থেকে এমন উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, আমরা দীর্ঘ এক বছর ধরে শিক্ষার্থী-কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ নারী শিক্ষার্থীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের ঘোষণা দিলাম। ডাকসুর তফসিল ঘোষণার সময় আমরা বলেছিলাম, একাডেমিক ভবনে যেসব সুবিধা নেই, সেগুলো নিশ্চিত করব। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ