চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিজি সাদিক কায়েমের ভাই আবু আয়াজ জয়ী হয়েছেন। তিনি সোহরাওয়ার্দী হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু আয়াজ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ বছরের নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি পদে ২৪টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল, বাকি দুটি পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইয়ুবুর রহমান তৌফিক ৭,০১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল-হোস্টেল সংসদের মোট ৪০টি পদে ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৮ জন। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে। এবারের ভোটব্যবস্থা হয়েছে ব্যালট পেপার এবং গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার আগে কিছু কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। বিতর্কমুক্ত নির্বাচন নিশ্চিত করতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শহরে অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং ১৫টি বাস চলাচল করেছে।
চাকসুর নতুন নেতৃত্বে শিবিরের ইব্রাহিম রনি (ভিপি) ও সাঈদ বিন হাবিব (জিএস), আর ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক (এজিএস) গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন।


